ডেস্ক রিপোর্ট: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা সভাপতি ভিপি সাইফুল ইসলাম বলেছেন, বিএনপির নেতৃত্বে যে ঐক্য গড়ে উঠেছে তা কোন অপশক্তি ভাঙ্গতে পারবে না। সবাই ঐক্যবদ্ধ থাকুন । জনগন ভোট দিতে পারলে এ সরকারকে লাল কার্ড দিয়ে বিদায় জানাবে।
তিনি তারেক রহমানের বক্তব্য উল্লেখ করে বলেন, একদিন ভোট কেন্দ্র পাহারা দিলে জনগনকে পাঁচ বছর পাহারা দেবে বিএনপি সরকার। তাই জীবন চলে যেতে পারে কিন্তু ভোট কেন্দ্র ছাড়া যাবে না। বিজয় নিয়ে সবাই ঘরে ফিরতে হবে। তিনি রোববার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বগুড়া জেলা শ্রমিকদলের উদ্যোগে শহরের নবাব বাড়ী রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
জেলা শ্রমিকদল সভাপতি আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারন সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, কৃষকদল নেতা এসএম রফিকুল ইসলাম, বিএনপি নেতা আলীমুর রাজি তরুন, শ্রমিকদল নেতা আবু সাইদ, সাইদুল কবির, লিটন শেখ বাঘা, আব্দুর রহিম পিন্টু, শহীদুল ইসলাম, বেলাল মন্ডল , স্বেচ্ছাসেবকদল নেতা মাহবুব হাসান লেমন, ছাত্রদল নেতা আবু জাফর জেমস প্রমুখ।
এরপর তারেক রহমানের জন্মদিনের জন্য আনা একটি বড় কেক না কেটে স্থানীয় একটি এতিমখানায় দান করা হয়। এর আগে শহরে বিরাট র্যালী বের হয়। এতে বহু নেতাকর্মী অংশ নেন।