আ’লীগের প্রার্থী পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পড়ে মিছিল

 

- Advertisement -

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী নাজিম উদ্দিন আহমেদকে পরিবর্তন করে অন্য কোনো একজনকে প্রার্থী করার দাবিতে কাফনের কাপড় পড়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

আজ শুক্রবার সকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের কলতাপাড়ায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ড. সামীউল আলম লিটনের অনুসারীসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কয়েক শ’ নেতাকর্মী এ কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধন চলাকালে বক্তারা বর্তমান এমপি নাজিম উদ্দিন আহমেদকে দুর্নীতিবাজ আখ্যা দিয়ে আওয়ামী লীগের প্রার্থিতা পরিবর্তনের দাবি জানান।

সর্বশেষ