জাতীয় নির্বাচনকে সামনে রেখে ন্যাশনাল ডেমোক্রেটিক ইন্সটিটিউটের (এনডিআই) কাছে নির্বাচনী পরিবেশ তুলে ধরে ধরেছেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান ড. কামাল হোসেন।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮ টায় রাজধানীর গুলশানের একটি হোটেলে যুক্তরাষ্ট্রভিত্তিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থা এনডিআইয়ের ডেলিগেশন টিম ও ঐক্যফ্রন্টের মধ্যে ওই বৈঠকটি শুরু হয়।
জানা যায়, বৈঠকে যুক্তরাষ্ট্রের থিঙ্ক ট্যাংক প্রতিষ্ঠান ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) ৫ জন প্রতিনিধি ছিলেন। এনডিআই’র সিনিয়র এসোসিয়েট ও এশিয়া বিভাগের পরিচালক পিটার এম মানিকাস, প্রতিষ্ঠানটির বোর্ড মেম্বার ও সাউথ এশিয়ার সাবেক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রিক ইন্ডার ফার্দ, ম্যানেজার ফর গ্লোবাল ইলেকশন মাইকেল ম্যাগনালটি, এনডিআইয়ের এশিয়া রিজিওনাল প্রোগ্রাম ম্যানেজার এডাম নেলসন ও যুক্তরাষ্ট্রের নাগরিক ফারানাজ ইস্পাহানী।
এর আগে সোমবার একই সময়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছেন ড. কামাল হোসেন। কিন্তু গণমাধ্যমে বৈঠক নিয়ে মুখ খুলেননি।