spot_imgspot_img
spot_imgspot_img

চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী

spot_img

 

- Advertisement -

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের বিএনপি প্রার্থী কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী নির্বাচন কমিশনে আপিলে বৈধ হয়েছেন।

আপিল শুনানির শেষ দিনে (তৃতীয় দিন) শনিবার বিকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার নেতৃত্বাধীন আপিল বিভাগ তার প্রার্থিতা বৈধ ঘোষণা করে।

এর আগে গত ২ ডিসেম্বর ঋণ খেলাপি হওয়ায় আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেন চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তারা।এ কারণে ওই আসনে শুক্রবার বিএনপির চূড়ান্ত মনোনয়ন দেয়া হয় আসলাম চৌধুরীর ভাই ইসহাক চৌধুরীকে।

কিন্তু শনিবার ইসিতে আপিলে আসলাম চৌধুরী প্রার্থিতা ফিরে পাওয়ায় তিনিই বিএনপি প্রার্থী থাকছেন বলে বিএনপি সূত্র জানিয়েছে।

রাজনৈতিক, রাষ্ট্রদ্রোহ ও ব্যাংক ঋণ খেলাপিসহ অসংখ্য মামলায় দীর্ঘদিন ধরে কারাগারে বন্দি আছেন বিএনপি নেতা আসলাম চৌধুরী।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ