পুলিশের ছত্রছায়ায় ফখরুলের গাড়িতে হামলা: বিএনপি

 

- Advertisement -

ডেস্ক রিপোর্ট: ঠাকুরগাঁওয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছত্রছায়ায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।

মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ অভিযোগ করেন। দেশের কয়েকটি স্থানে বিএনপির নেতাদের প্রচারণায় হামলার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান নজরুল ইসলাম।

তিনি বলেন, আমরা ধরে নিচ্ছি এখন থেকে এমন হামলার ঘটনা ঘটবে। প্রচারণার শুরু থেকে গ্রেফতার বেড়ে গেছে। আজও মির্জা আব্বাসের বাসার সামনে থেকে একাধিক নেতাকে গ্রেফতার করা হয়। আফরোজা আব্বাসের নির্বাচনি প্রচারণায় বাধা দেওয়া হয়েছে।

নজরুল জানান, আগামীকাল সিলেট যাবে জাতীয় ঐক্যফ্রন্ট এবং সেখান থেকে নির্বাচনি প্রচারণার আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।

সর্বশেষ