বিএনপি নেতা দুলুকে গুলশা‌নের বাসা থে‌কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ

 

- Advertisement -

বিএন‌পির সাংগঠ‌নিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু‌কে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার বেলা ১১টার দিকে রাজধানীর গুলশা‌নের বাসা থে‌কে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে নিয়ে যাওয়া হয়।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু‌কে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার মো. মাহবুব আলম বলেন, আদালতে একটা মামলার ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রসঙ্গত, নাটোর-২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন দুলু। কিন্তু রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে। এরপর নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেন তিনি। কিন্তু ইসিতেও তার মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়।

এরপর ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন দুলু। শুনানি শেষে আদালত তার মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে নির্দেশ দেন। কিন্তু চেম্বার বিচারপতি হাইকোর্টের ওই আদেশের ওপর গতকাল মঙ্গলবার স্থগিতাদেশ দেন। বুধবার এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

সর্বশেষ