জাতীয় ঐক্যফ্রন্ট কিছুতেই নির্বাচন থেকে সরে দাঁড়াবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।বলেছেন, উসকানি দিয়ে যতই হামলা চালান না কেন, কোনো পরিস্থিতেই ঐক্যফ্রন্ট নির্বাচনী মাঠ ছাড়বে না।
বুধবার দুপুরে রাজধানীর মতিঝিল জনতা ব্যাংকের সামনে নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।বিএনপির নির্বাচনী প্রচারে হামলার প্রতিবাদ জানিয়ে মির্জা আব্বাস বলেন, আমরা যুদ্ধ করতে আসিনি। ভোটারদের মন জয় করতে নেমেছি। হামলা কেন? এসব বন্ধ করুন।
আওয়ামী লীগের ভোটের মাঠে পরাজিত করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ভোট যুদ্ধ কিন্তু অস্ত্রের যুদ্ধ নয়। ভোট যুদ্ধে আসুন, দেখি কে জিতে, কে হারে।
নির্বাচনী প্রচারে বাধা দেয়ার অভিযোগ করে ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী বলেন, আমরা শুনেছি পরিবাগের দিকে শতাধিক ক্যাডার লাঠি হাতে অপেক্ষা করছে, আমাদের ওপর হামলা করতে। আমি বিএনপি নেতাদের বলবো, আপনার শান্ত থাকুন। আমি যাওয়ার পর কেউ হামলা করলে আমি তার প্রতিরোধ করার ক্ষমতা রাখি। তারা দেখি কতোটা বাধা দিতে পারে।
স্ত্রী আফরোজা আব্বাসের প্রচারে হামলার অভিযোগ করে মির্জা আব্বাস বলেন, ঢাকা-৯ আসনে দলের প্রার্থী আমার স্ত্রী আফরোজার নির্বাচনী প্রচারে আজ সকালে দফায় দফায় হামলা করা হয়েছে।
পুলিশেল উপস্থিতিতে হামলা হয়েছে অভিযোগ করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, আফরোজার কর্মী সমর্থকদের ওপর হামলা পুলিশ দাঁড়িয়ে থেকে দেখেছে। পুলিশের সহায়তায় এই হামলা করা হয়েছে।