ডেস্ক রিপোর্ট: মহান বিজয় দিবস উপলক্ষ্যে বন্দরনগরী চট্টগ্রামে বর্ণাঢ্য মোটরবাইক র্যালী অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের বৃহদ বাইক রাইডার্স সংগঠন বিএম রাইডার্স-এর উদ্যোগে পিএইচপি অটোমোবাইলের পৃষ্ঠপোষকতায় রোববার দুপুরে নগরীর সিআরবি এলাকা থেকে এই বর্ণাঢ্য মোটরবাইক র্যালী অনুষ্ঠিত হয়। পাঁচ বছরের ধারাবাহিকতায় আয়োজিত এই মোটরবাইক র্যালীতে এই বছরের আকর্ষন ছিলো চট্টগ্রামের প্রথম নারী বাইক রাইডার্স ট্রেনিং সেন্টারের নারী রাইডার্সদের অংশগ্রহন। প্রায় সহস্রাধিক নারী ও পুরুষ বাইকারদের অংশগ্রহনে বর্ণাঢ্য এই র্যালীটি নগরীর সিআরবি এলাকা থেকে শুরু হয়ে নগরীর লালখান বাজার, ওয়াসা, জিইসি মোড়, দুই নম্বর গেইট হয়ে আবার সিআরবি এলাকায় এসে শেষ হয়। র্যালী শেষে অনুষ্ঠিত হয় দক্ষ রাইডারদের চৌকস স্ট্যান্ট প্রদর্শনী। এর আগে কেক কেটে র্যালীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মোটর বাইক র্যালীর প্রধান পৃষ্টপোষক প্রতিষ্ঠান পিএইচপি অটোমোবাইলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আখতার পারভেজ হিরু। এছাড়া অনুষ্ঠানে নগরীর বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও ব্যবসায়ীক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। র্যালীর স্পন্সর প্রতিষ্ঠান আরো ছিলো হানি-বানি বাইক ট্রেনিং সেন্টার, আইব্যারি ক্যাফে।