spot_imgspot_img
spot_imgspot_img

ভয়ভীতি ও ত্রাসমুক্ত নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র

spot_img

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে যুক্তরাষ্ট্র ভয়ভীতি ও ত্রাসমুক্ত দেখতে চায় বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন নতুন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার । আজ মঙ্গলবার দুুপুরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে বিএনপরি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে একথা জানান তিনি।
আর্ল রবার্ট মিলার বলেন, আমরা মনে করি ভোটারদের ভোটকেন্দ্রে যেতে দেয়া উচিৎ। এবং নির্বাচনে বিরোধী দলে যেসব প্রার্থী আছে তাদের সমানভাবে প্রচারণা চালানোর সুযোগ দেয়া উচিৎ। বাংলাদেশে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে যে সহিংসতা হয়েছে আমরা তার নিন্দা জানিয়েছি, বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে আমরা যে বৈঠক করেছি সেখানে সহিংসতার একটি রিপোর্ট দেয়া হয়েছে এবং আমরা সে বিষয়ে অবগত আছি। সবাই যেন নির্বাচনী প্রচারণা চালাতে পারে আমরা সেটা চাই।
মিলারের সঙ্গে বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের সঙ্গে মিলারের সাক্ষাত হয়েছে। আমরা সে সাক্ষাতে আমাদের অবস্থান তুলে ধরেছি।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ