- Advertisement -
তফসিল ঘোষণার পর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত ২৫৮ মামলায় প্রায় ৪২ হাজার ৬৬৩ জনকে আসামি করা হয়েছে, অজ্ঞাত আসামি ৩৬ হাজার ৮৮২ জন বলে অভিযোগ করেছে বিএনপি।
শনিবার (২২ ডিসেম্বর) সকালে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রতিক্রিয়ায় এ অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী বলেন, এরমধ্যে ৬ হাজার ৬৫৫জনকে গ্রেফতার করা হয়েছে। নিহত হয়েছেন ৪ জন।