চট্টগ্রাম ৮আসন বিএনপির প্রার্থী আবু সুফিয়ানের বাসা ও নির্বাচনী কার্যালয়ে ছাত্রলীগের হামলা, গুলি

 

- Advertisement -

ডেস্ক রিপোর্টঃ চট্টগ্রাম-৮ আসনের বিএনপির প্রার্থী আবু সুফিয়ানের নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার বাসায় ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীররা হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে। এ সময় সন্ত্রাসীরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি চালায়।

আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটেছে।হামলায় সময় বাসার নীচে আবু সুফিয়ানের নির্বাচনী প্রধান কার্যালয়ের অন্তত ১৫টি মোটর সাইকেল ও কয়েকটি প্রাইভেট কার ভাঙচুর করে।

এসময় সন্ত্রাসী হামলায় বিএনপি মোঃ ইব্রাহিমসহ কয়েকজন কর্মী গুরতর আহত হয়েছেন। এ ব্যাপারে জানতে চাইলে চান্দগাঁও থানার ওসি আবুল বশর জানান, হামলার খবর পেয়ে আমরা পুলিশ পাঠিয়েছি ঘটনাস্থলে।

চট্টগ্রাম মহানগর বিএনপির সহ দপ্তর সম্পাদক ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, সন্ত্রাসীরা আবু সুফিয়ানের বাসায় কয়েক রাউন্ড গুলি করে। ছাত্রলীগের আবু সুফিয়ান ভাইয়ের বাসার নীচে অবস্থিত প্রধান নির্বাচনী কার্যালয়ে কাজ করছিলো দলীয় নেতাকর্মীরা। এসময় ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীরা মিছিল নিয়ে হামলা চালায়। তারা মিছিলসহ বাসার উপরে চলে আসে। তাদের হামলায় আমাদের কয়েকজন নেতাকর্মী আহত হয়।

সর্বশেষ