চট্টগ্রামে নৌকায় ভোট চেয়ে তরুন ভোটারদের ব্যতিক্রমি রোড শো, গণমিছিল

 

- Advertisement -

নিজস্ব প্রতিবেদকঃ আকাশে উড়ছে ড্রোন, ব্যস্ত রাজপথে প্রায় দুই সহস্রাধিক মোটরসাইকেল, অর্ধসহস্রাধিক কার মাইক্রোবাস, পাজেরোসহ বিভিন্ন দামী গাড়ির বহর। এর সাথে খোলা ট্রাকে সংযুক্ত জায়ান্ট স্ক্রিনে উন্নয়ন চিত্র তুলে ধরে এবং নৌকায় ভোট চেয়ে ভ্রাম্যমান ভিডিও প্রদর্শনী। বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত এমনই ব্যতিক্রমি অভিনব প্রচারণা কার্যক্রম চালিয়ে রোড শো গণমিছিল করেছে চট্টগ্রামের তরুন ভোটাররা। চট্টগ্রাম ১৩ (আনোয়ারা কর্ণফুলী) আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সমর্থনে এবারের তরুন ভোটারদের নিয়ে এই রোড শো ও গণ মিছিলের আয়োজন ও নেতৃত্ব দেন চট্টগ্রামের তরুন উদ্যোক্তা সৈয়দ রুম্মান আহাম্মেদ। রোড শো’তে অংশ নিয়েছে আনোয়ারা কর্ণফুলী আসনের ১০ হাজারেরও বেশি তরুন ভোটার। চট্টগ্রাম মহানগরীর দুই নম্বর গেইট থেকে নৌকা প্রতীকের সমর্থনে ব্যাতিক্রমী রোড শো ও গণ মিছিল শুরু হয়ে নগরীর গোলপাহাড়, প্রবর্তক, চকবাজার, লালদিঘি, কোতোয়ালী, সদরঘাট, কর্ণফুলী নতুন ব্রীজ, মইজ্জার টেক, কেইপিজেড, কর্ণফুলী উপজেলা এবং আনোয়ারা উপজেলা হয়ে পুনরায় চট্টগ্রাম মহানগরীতে এসে শেষ হয় এই বিশাল রোড শো ও গণ মিছিল। এতে তরুন বাইকারদের অংশগ্রহনের পাশাপাশি নজর কাড়ে নারী বাইক বাইকারদের স্বতস্ফুর্ত অংশগ্রহন। এছাড়া ড্রোনের মাধ্যমে পুরো রোড শো’র ভিডিও ধারন এবং জায়ান্ট স্ক্রিনে ভ্রাম্যমান ভিডিও প্রদর্শনীর ধারনাটিও প্রথমবারের মতো চট্টগ্রামের কোন সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণায় প্রথম ব্যবহৃত হয়েছে। এই গণমিছিলে সিনিয়র আওয়ামীলীগ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট এবং কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি সৈয়দ জামাল আহাম্মেদ, বড় উঠান আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান খানসহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সর্বশেষ