spot_imgspot_img
spot_imgspot_img

ভোটের দিন নেতাকর্মীদের ১০ নির্দেশনা বিএনপির

spot_img

 

- Advertisement -

আগামীকাল রোববার অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দলের নেতাকর্মীদের বিভিন্ন নির্দেশনা দিয়েছে বিএনপি।শনিবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব নির্দেশনা দেন।

এসময় তিনি বলেন, আগামীকাল ভোটের মাধ্যমে দেশকে ‘মুক্ত’ করার জন্য নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

তিনি বলেন, খালেদা জিয়া কারাগার থেকে সাধারণ ভোটার, ধানের শীষের সমর্থক ও নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী দুঃশাসনবিরোধী বার্তা দিয়েছেন।

‘ওই বার্তায় তিনি (খালেদা জিয়া) বলেছেন-আগামীকাল আপনাদের সুযোগ আসবে স্বৈরশাসকদের হাত থেকে মুক্তিলাভের। দেশকে মুক্ত করার।

নেতাকর্মীদের প্রতি নির্দেশনা

# সব হুমকি-ধমকি ও ভয়ভীতি উপেক্ষা করে দলে দলে ভোটকেন্দ্রে যাবেন।

# ফল না নিয়ে ভোটকেন্দ্র ত্যাগ না করবেন না।

# ভোটকেন্দ্র পাহারা দেয়ার মাধ্যমে জনগণের ভোটাধিকার রক্ষা করবেন।

# শনিবার বিকাল থেকেই পালাক্রমে ভোটকেন্দ্র পাহারা দেবেন।

# ফজরের নামাজ পড়েই ভোটের লাইনে দাঁড়াবেন।

# ভোট শুরুর আগে ব্যালট বাক্স পরীক্ষা করবেন।

# ভোট দিয়ে কেন্দ্রের আশপাশে থাকবেন।

# ভোটগ্রহণ শেষে ভোট গণনা করে কে কত ভোট পেল তা নিশ্চিত না হয়ে সাদা কাগজে সই করবেন না।

# কোনো অবস্থাতেই প্রিসাইডিং অফিসারের সই ছাড়া সই করবেন না।

# ফল নিয়ে প্রিসাইডিং অফিসারের সঙ্গে রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে যাবেন।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ