- Advertisement -
ডেস্ক রিপোর্ট: সরকারি মজুরি কাঠামো বৃদ্ধি, বাস্তবায়ন ও সাভারে নিহত শ্রমিক হত্যার বিচারের দাবিতে চতুর্থদিনের মতো সড়ক অবরোধ করে আন্দোলনে নেমেছে গার্মেন্টস শ্রমিকরা। বিক্ষুব্ধ শ্রমিকরা ১০ কারখানায় ভাঙচুর চালিয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে প্রায় শতাধিক পোশাক কারখানা। এ সময় পুলিশের টিয়ারশেল ও লাঠিচার্জে অন্তত ১০ শ্রমিক আহত হয়েছে বলে জানা গেছে।
আজ সকাল সাড়ে ৮টা থেকে মিরপুরের কালশীর ২২ তলা ভবনের সামনে ও সাড়ে ৯টা থেকে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন গার্মেন্টস শ্রমিকরা। এতে সড়কে যানচলাচল বন্ধ রয়েছে।
জানা যায়, গাজীপুর, সাভার, আশুলিয়া, উত্তরা ও দক্ষিণখানের বিভিন্ন জায়গায় শ্রমিকরা সড়কে অবস্থান নিয়েছে। এতে করে যানচলাচল বন্ধ হয়ে গেছে।