spot_imgspot_img
spot_imgspot_img

রাজধানীর বিমানবন্দর সড়কে ট্রাকের ধাক্কায় নিহত ২

spot_img

 

- Advertisement -

রাজধানীর বিমানবন্দর এলাকায় ট্রাকের ধাক্কায় দুই পথচারীর মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাত পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ডালিম (২০) ও মোবারক (২৭)। তাদের মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে।

বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) শ্রীধান চন্দ্র রায় ঘটনাস্থল থেকে জানান, বিমানবন্দর ইন গেটের মুখে একটি ট্রাক নিযয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠিয়ে দেয়। এতে ফুটপাতে থাকা দুই পথচারীর ঘটনাস্থলে মৃত্যু হয়। বিস্তারিত ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। ট্রাকটি জব্দ করার পাশাপাশি তার চালক ও হেলপারকে আটক করা হয়েছে। এসআই শ্রীধান চন্দ্র রায় আরও জানান, তাদের বাড়ি নরসিংদী রায়পুরা উপজেলায়। তাদের কাছে থাকা মোবাইল ও মানিব্যাগ থেকে কিছু কাগজপত্র দেখে তাদের নাম পাওয়া গেছে। তাদরে বিস্তারিত পরিচয় জানা যায়নি। নিহতদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ