জাপানি ভাষায় একটি মাছের নাম ‘রিউগু নো সুকাই’। যার অর্থ হচ্ছে- ‘সমুদ্রের ঈশ্বরের অট্টালিকার দূত’।
স্বাভাবিকভাবেই এ মাছ সমুদ্রের ২০০ থেকে এক হাজার মিটার গভীরে থাকে। স্থানীয়ভাবে এর নাম দেয়া হযেছে ওয়ারফিশ।
কিন্তু শুক্রবার এ মাছটি ধরা পড়ে জাপানের টোয়ামা এলাকায়। এ নিয়ে এই মৌসুমে প্রায় সাতটি ওয়ারফিশ ধরা পড়ল। লম্বায় এসব মাছ প্রায় ১০-১৫ ফুট হয়ে থাকে।
আর এ কারণেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে জাপানিদের মধ্যে।
এর আগে ২০১১ সালে দেখা সমুদ্র তীরে দেখা মিলেছিল প্রায় এক ডজন ওয়ারফিশের। সেবার বিধ্বংসী ভূমিকম্প ও সুনামির ফলে ২০ হাজার মানুষ মারা গিয়েছিল জাপানে।
সেই থেকে এই বিশ্বাস তাদের মাঝে বদ্ধমূল হয়ে যায়।
তবে বিজ্ঞানীদের মতে, এ ধারণার পেছনে কোনো সত্যতা নেই। এ ছাড়া এর পেছনে বৈজ্ঞানিক কোনো ভিত্তিও খুঁজে পাওয়া যায়নি। কিন্তু সম্ভাবনা যে একেবারেই নেই, তাও জোর দিয়ে বলা সম্ভব নয়।
কারণ বিজ্ঞানীরা একশ শতাংশ নিশ্চিত হয়ে বলতে পারছেন না যে, ভূমিকম্প হবে না বা সুনামি আসবে না।
তাদের মতে, বিশ্বায়নের ফলে অনেক কিছুরই সম্ভাবনা বেড়ে গেছে। তার মধ্যে সুনামি অন্যতম।