জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক সংস্থা-ইউএনএইচসিআরের বিশেষ দূত বিখ্যাত অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলিকে রোহিঙ্গা সমস্যা নিয়ে হলিউডে একটি বড় অনুষ্ঠান করে জনমত আদায়ের অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন। বুধবার তিনি বলেন, হলিউডে একটি বড় আয়োজন হতে পারে।
তিনি যাতে এ বিষয়ে চেষ্টা করেন সেই প্রস্তাব আমি তাকে(জোলি) দিয়েছি। মন্ত্রী বলেন, তাকে বলেছি, রোহিঙ্গাদের জন্য অনেক দেশ সাহায্যের কথা বললেও আশানুরূপ সহায়তা পাওয়া যায়নি। এ সময় মুক্তিযুদ্ধ চলাকালে জর্জ হ্যারিসন হলিউডে সাড়া ফেলে দিয়েছিলেন বলেও স্মরণ করেন মন্ত্রী।
ড. মোমেন বলেন, রোহিঙ্গাদের জন্য এ বছরে ৯৫২ মিলিয়ন ডলার প্রয়োজন। এর মধ্যে দেশ ও সংস্থাগুলো ৪০ শতাংশের কম প্রতিশ্রুতি দিয়েছে। মোমেন বলেন, উত্তরে জোলি আমাকে বলেছেন, মিয়ানমার অপরাধ করেছে এবং এখন সময় এসেছে এর ভুল ত্রুটি সংশোধন করার।
ক্রিস্টিনা বার্গনারকে যা বলেছেন: এর আগে মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত ক্রিস্টিনা বার্গনার মন্ত্রীর সঙ্গে দেখা করেন। তার সঙ্গে আলোচনার বিষয়বস্তুও সাংবাদিকদের কাছে তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন। মন্ত্রী বলেন, আমি তাকে (ক্রিস্টিনা বার্গনার) বলেছি, মিয়ানমার এত বড় অপরাধ করেছে, কিন্তু পৃথিবীর সবদেশ তার সঙ্গে ব্যবসা-বাণিজ্য করছে এবং সম্পর্ক স্বাভাবিক রেখেছে।
কেউ কেউ মাঝে মাঝে কথা বলে, কিন্তু তা আমাদের কোনো উপকারে আসে না।