- Advertisement -
হালিশহরের বিডিআর হলের সামনে নির্মাণাধীন একটি ভবনের ছাদ থেকে পড়ে কবির হোসেন (১৯) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে নির্মাণাধীন ১০ তলা ভবনে কাজ শুরুর কিছুক্ষণ পর কবির হোসেন ছাদ থেকে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চমেক পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, নির্মাণাধীন একটি ভবনের ছাদে কাজ করার সময় ছাদ থেকে পড়ে যান কবির।


 
                                    

