চট্টগ্রাম প্রেস ক্লাব নির্বাচনে সভাপতি পদে আলী আব্বাস, সম্পাদক চৌধুরী ফরিদ

 

- Advertisement -

চট্টগ্রাম প্রেস ক্লাব দ্বি-বার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এখন চলছে ভোট গণনা। শনিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আলী আব্বাস, আবু তাহের মুহাম্মদ, জসীম চৌধুরী সবুজ ও এজাজ ইউসুফী। সিনিয়র সহ সভাপতি পদে আসিফ সিরাজ ও সালাহউদ্দিন মো. রেজা। সহ সভাপতি পদে নির্বাচন করছেন নিরুপম দাশগুপ্ত ও মনজুর কাদের মনজু। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শুকলাল দাশ ও ফরিদ উদ্দিন চৌধুরী। যুগ্ম সম্পাদক পদে নির্বাচন করছেন শহীদুল্লাহ শাহরিয়ার, নজরুল ইসলাম ও আলমগীর সবুজ। অর্থ সম্পাদক পদে দেব দুলাল ভৌমিক ও তৌফিকুল ইসলাম বাবর। সাংস্কৃতিক সম্পাদক পদে রূপম চক্রবর্তী ও মো. শাহ আজম। ক্রীড়া সম্পাদক পদে দেবাশীষ বড়ুয়া দেবু ও রুবেল খান। গ্রন্থাগার সম্পাদক পদে রাশেদ মাহমুদ, জসীম উদ্দীন সিদ্দিকী, মো. শওকত ওসমান ও মো. শহীদুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন। সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. আইয়ুব আলী ও রোকসারুল ইসলাম। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মিন্টু চৌধুরী ও আলীউর রহমান। এছাড়া কার্যকরী সদস্য পদে নির্বাচন করছেন মঞ্জুরুল আলম মঞ্জু, স ম ইব্রাহীম, কাজী আবুল মনসুর, মো. শামসুল ইসলাম, আল রাহমান, রাজেশ চক্রবর্তী, মোহাম্মদ আলী, তাপস বড়ুয়া রুমু, শামসুল হুদা মিন্টু, কামাল উদ্দিন খোকন ও মইনুদ্দীন কাদেরী শওকত। নির্বাচন কমিটির সদস্য জালাল উদ্দিন আহমদ চৌধুরী, মো. নিযাম উদ্দিন ও জাকির হোসেন লুলু জানান, নির্ধারিত সময়ে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করেছেন।

এখন যারা চট্টগ্রাম প্রেস ক্লাবে নির্বাচিত হয়েছেন
সভাপতি পদে আলহাজ আলী আব্বাস (১২৭ ভোট) সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন মো. রেজা ( ১৩৭ ভোট) , সহ-সভাপতি মনজুর কাদের মনজু (১৩০), সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী (চৌধুরী ফরিদ) ১২৭ ভোট, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম (৮৭), অর্থ সম্পাদক দেবদুলাল ভৌমিক (১১৪), সাংস্কৃতিক সম্পাদক রূপম চক্রবর্তী (১২৮), ক্রীড়া সম্পাদক দেবাশীষ বড়ুয়া দেবু (১২৪), গ্রন্থাগার সম্পাদক রাশেদ মাহমুদ (৮৭ ভোট), সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক আইয়ুব আলী (১৪১), প্রচার ও প্রকাশনা সম্পাদক মিন্টু চৌধুরী (১০৯)। কার্যনির্বাহী সদস্য মো. শামসুল ইসলাম (১১৯), স ম ইব্রাহিম (১০৪), মোহাম্মদ আলী ( ৮৯) ও কাজী আবুল মনসুর (৮৪)।

সর্বশেষ