ভোট দিলে কাজে লাগে না, এজন্যই ভোটার নেই: জয়নুল আবেদীন

 

- Advertisement -

অনেক দিন ঝুলে থাকার পর উপ নির্বাচন হচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশনে। সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। তবে ভোট শুরুর পর ৪ ঘন্টা পার হলেও ভোটারের উপস্তিতি হতাশা জনক। প্রায় সব কেন্দ্রেই ফাঁকা পড়ে রয়েছে। নির্বাচনী কর্মকর্তারা বসে অলস সময় কাটালেও ভোটারের দেখা মিলছে না। কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে আড়াই ঘন্টায় একটি ভোটও পড়েনি।

এদিকে ভোটারদের কেন্দ্রে না যাওয়ার বিষয়ে জানতে চাইলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন বলেন, ভোট বলতে যা বোঝায়, এই সরকারতো সেই সিস্টেম নষ্ট করে ফেলেছে। ভোটাররা মনে করে, না গেলেও ভোট দেওয়া হয়ে যায়। এর আগে জাতীয় নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন সবাই দেখেছেতো। এজন্য তাদের ভোট দিতে অনীহা। এছাড়া দুএকজন যাও দেয় তাতে কোন কাজে লাগে না বলে ভোট দেয়না লোকজন।

তিনি বলেন, ভোটারদের আগ্রহ ফেরাতে আবারও তত্ত্বাবধায়ক সরকারের অধিনে জাতীয় নির্বাচন দিতে হবে। দলীয় সরকারের অধিনে এসব নির্বাচন হয়না। স্থানীয় সরকার নির্বাচন কখনো দলীয় প্রতিক দিয়ে হয় না। যে দেশে গণতন্ত্র শক্তিশালী না হয়, সেখানে দলীয় প্রতিকে স্থানীয় সরকার নির্বাচন হলে মারামারি-হানাহনি হয়। সেখানে মানুষের আগ্রহ থাকে না বলে মনে করেন তিনি।

সর্বশেষ