spot_imgspot_img
spot_imgspot_img

সাতরাস্তার মোড়ে শ্রমিক বিক্ষোভ, যানজটে অচল গোটা রাজধানীজুড়ে

spot_img

 

- Advertisement -

সাত রাস্তার মোড়ে শ্রমিক বিক্ষোভে যানজটের ঢেউ লেগেছে গোটা রাজধানীজুড়ে। এ মুহুর্তে গোটা ঢাকা অচল। প্রতিটি ট্রাফিক সিগন্যালে চারদিক থেকেই লাল সিগন্যাল। সামনে গাড়ি এগুবার জায়গা নেই। অসহায় ট্রাফিক পুলিশও। আজ সকালে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রাজধানীর সাতরাস্তা মোড়ে অবস্থান নিয়ে দুই ঘণ্টা বিক্ষোভ দেখিয়েছে কয়েকটি পোশাক কারখানার কয়েকশ শ্রমিক। এ অবস্থায় সেখানে যানবাহন আটকা পড়ে। একদিকে বৃহস্পতিবার এবং অন্যদিকে দুই ঘণ্টা ধরে গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ থাকায় এর রেশ পড়ে গোট রাজধানীতে।

ঢাকা মহানগর পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার (ট্রাফিক উত্তর) কাজী রোমানা নাসরিন বলেন, শ্রমিকরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করলে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। পৌনে ১০টার দিকে তাদের সরিয়ে দেয়া হলে যান চলাচল শুরু হয়। কিন্তু এর রেশ রাজধানীর অন্য সড়ক গুলোতে পড়ায় অচল হয়ে পড়ে গোটা ঢাকা। দিনের শুরুতেই গুরুত্বপূর্ণ এই সড়কে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়ে অফিস ও স্কুল কলেজগামী যাত্রীরা।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ