রবিবার, ৯ ফেব্রুয়ারি ২০২৫
spot_img

টেকনাফের জিন্নাখাল এলাকায় ৬ কোটি টাকার ইয়াবা উদ্ধার

 

- Advertisement -

টেকনাফের নাফ নদীর সংলগ্ন জিন্নাখাল এলাকায় বিজিবির অভিযানে মালিকবিহীন ৬ কোটি টাকায় ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। ২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল আছাদুদ জামান চৌধুরী জানান, আজ মিয়ানমার থেকে ইয়াবার চালান অাসার গোপন সংবাদের ভিত্তিতে ৪ নং স্লুইচ গেইট নাফ নদী সংলগ্ন জিন্নাখাল এলাকায় অবস্থান নেওয়া হয়।

এক পর্যায় ৫-৬ জন লোককে ২টি বস্তা নিয়ে আসতে দেখে সন্দেহ হওয়ায় চ্যালেঞ্জ করা হয়। টহলদলের উপস্থিতি লক্ষ্য করে দ্রুত দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহলদল তাদের পিছনে ধাওয়া করলে পাচারকারীরা ২টি বস্তা ফেলে দিয়ে পালিয়ে যায়। ফেলে যাওয়া বস্তা ২টি খুলে ৬ কোটি টাকা মূল্য মানের ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

সর্বশেষ