চট্টগ্রামের কর্ণফুলী নদীর বিভিন্ন পয়েন্ট থেকে আটক করা প্রায় ৯ কোটি টাকার মূল্যের অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
রোববার সকালে পুড়িয়ে ফেলা জালের মধ্যে ৯০টি ৬০ মি.মি এর কম ফাঁসের অবৈধ জাল রয়েছে।
কোস্টগার্ড পূর্বজোনের লে. কমান্ডার মো. সাইফুল ইসলাম জানান, গত তিনদিন কর্ণফুলী নদীতে টানা অভিযান চালিয়ে প্রায় ৯ কোটি টাকার মূল্যের অবৈধ জাল আটক করা হয়। এসব অভিযানে কোস্টগার্ড সদস্যদের পাশাপাশি সামুদ্রিক মৎস্য দপ্তরের কর্মকর্তারাও অংশ নেন।
তিনি বলেন, আটক করা সে সব অবৈধ জাল রোববার সকালে কোস্টগার্ড পূর্বজোনের সদর দফতরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
এ সময় সামুদ্রিক মৎস্য দপ্তরের সহকারি পরিচালক অধীর চন্দ্র দাস, পরিদর্শক জহিরুল হক এবং মো. জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।