৭১‘র পরাজিত শক্তি নিস্তেজ হয়েছে, কিন্তু নিমূর্ল হয়নি

 

- Advertisement -

তৌহিদুর রহমান : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা শুধুমাত্র নয় মাসের সশস্ত্র যুদ্ধের মধ্যে সীমাবদ্ধ নয়। এটা ভাষা আন্দোলন থেকে শুরু করে পর্যায়ক্রমিক ধাপ অতিক্রম করে বাঙালির সুদীর্ঘ মুক্তি সংগ্রামের অংশ। এ মুক্তি সংগ্রাম অর্থনৈতিক মুক্তি সমৃদ্ধির মধ্য দিয়ে সম্পন্ন হতে চলেছে। এই অধ্যায়ে নেতৃত্ব দিচ্ছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয়া প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তিনি গতকাল রোববার বিকেলে স্বাধীনতা দিবস উদযাপন পরিষদের দু’দিনব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। নগর ভবনস্থ কে.বি.আবদুস সাত্তার মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরো বলেন, আমরা জানি বাঙালির জাতিসত্তার বিকাশে ধারাবাহিকতার ১৯৪৮ সালে যেদিন বাঙালির ভাষা সংস্কৃতির উপর হামলা এসেছিল সেদিন থেকেই শুরু হয় এবং এ মুক্তিসংগ্রামের প্রেক্ষাপট সূচনা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি নতুন প্রজন্মের উদ্দেশ্যে বলেন আজ ৭১‘র পরাজিত শক্তি নিস্তেজ হয়েছে। কিন্তু নিমূর্ল হয়নি। এ অপশক্তি ইতিহাস বিকৃতির মধ্য দিয়ে নতুন প্রজন্মের ভেতরে বিভ্রান্তির বিষ বপন করেছে তাকে উপড়ে ফেললেই ঐ অপশক্তি নির্মূল হবে। সভাপতির ভাষণে স্বাধীনতা উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব আবদুল মান্নান ফেরদৌস বলেন, একটি জাতিকে স্বাধীনতা কেউ উপহার দেয় না, ছিনিয়ে নিতে হয়। ৭১ তা আমরা করতে পেরেছি। স্বাগত বক্তব্যে স্বাধীনতা উৎসব উদযাপন পরিষদের প্রধান সমন্বয়কারী খোরশেদ আলম বলেন একটি জাতির রক্তস্রোতে অর্জিত স্বাধীনতার ইতিহাস ব্যর্থ হওয়ার নজির কোথাও নেই। স্বাধীনতা উৎসব উদযাপন পরিষদের সমন্বয়ক রিদুওয়ানুল কবির সজীবের সঞ্চালনায় অনুষ্ঠিত স্বাধীনতা উৎসবের আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সরাইপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নুরুল আমিন, মেয়রের একান্ত সচিব সাবেক কেন্দ্রীয় যুবলীগের সদস্য রায়হান ইউসুফ, বঙ্গবন্ধু সাংষ্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সভাপতি অনুপ বিশ্বাস, বোয়ালখালী পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জহুরুল ইসলাম জহুর, কোতোয়ালী থানা আওয়মী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর আলম, বক্সিরহাট ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লিটন রায় চৌধুরী, এস এম মামুনুর রশিদ, সাবেক ছাত্রনেতা জালাল আহমেদ দুলাল, সংস্কৃতিকর্মী মুজিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানের প্রারম্ভে বেলুন ও পায়রা উড়িয়ে দু’দিনব্যাপী স্বাধীনতা উৎসব উদযাপনের কর্মসূচি আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

সর্বশেষ