সরকার অব্যাহত ক্ষমতা দখলে রাখতে শুধুই নির্বাচনে জেতার প্রকল্প বাস্তবায়নে বদ্ধপরিকর, বললেন বিএনপি নেতা আমীর খসরু

 

- Advertisement -

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, খালেদা জিয়া যে মামলায় সাজা ভোগ করছেন এটা সরকারের রাজনৈতিক সিন্ধান্ত। কোথায়ও এটা প্রমাণিত হয়নি খালেদা জিয়া অর্থ আত্মসাৎ করেছেন। এমন কেনো তথ্য সর্বশেষ মার্কিন রিপোর্টেও পাওয়া যায়নি। খালেদা জিয়া প্রতিহিংসার শিকার, জামিন পাওয়ার অধিকার তার আছে। স্বৈরাচারী সরকার তাকে জামিনযোগ্য মামলায় জামিন দিচ্ছে না। মঙ্গলবার ভয়েস অব আমেরিকার সাথে আলাপকালে একথা বলেছেন এই বিএনপি নেতা।

তিনি বলেন, দেশে আওয়ামী লীগ এখন নির্বাচনী প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের আওতায় প্রথম কাজ ‘গণতন্ত্রের মা’ বেগম খালেদা জিয়াকে জেলে রাখা। আর সারাদেশে বিএনপির হাজার হাজার নেতা কর্মীকে মিথ্যা মামলা, গায়েবি মামলা দিয়ে চুপ করিয়ে রাখা। এছাড়া গুম, খুন, তো আছেই। এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের মানুষ শুধু ভোটাধিকার হারায়নি, হারিয়েছে বাক স্বাধীনতা, আইনের শাসন, গণমাধ্যমের স্বাধীনতাসহ সব কিছু প্রশ্নবিদ্ধ।

তিনি বলেন, আমরা মুক্তিযুদ্ধ করেছি গণতন্ত্র এবং সমঅধিকারের জন্য যা দেশে এখন অনুপস্থিত। বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী কারণ বিএনপি একমাত্র দল যারা দেশে এক দলীয় বাকশাল ধ্বংস করে দেশে বহুদলীয় গণতন্ত্র চালু করেছে। আওয়ামী লীগ আবার বাকশালে ফেরত যেতে চাচ্ছে।

আমরা দেশের স্বার্থে দলীয় সরকারের অধিনে নির্বাচনে গেলাম। এতে একটা বিষয় পরিষ্কার হলো, আওয়ামী লীগের অধিনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। তার প্রমাণ উপজেলা নির্বাচন, ঢাকা মেয়র নির্বাচন। মানুষ ভোট দিতে যাচ্ছে না, মানুষ ভোটদানে আগ্রহ হারিয়ে ফেলেছে।

সর্বশেষ