spot_imgspot_img
spot_imgspot_img

‘অ্যালার্ট জারি যুক্তরাষ্ট্রের অভ্যাসে পরিণত হয়েছে’স্বরাষ্ট্রমন্ত্রী

spot_img

 

- Advertisement -

কিছুদিন পর পর বাংলাদেশে নিরাপত্তা সতর্কতা জারি করা যুক্তরাষ্ট্রের অভ্যাসে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বলেন, ‘বাংলাদেশে এমন কিছুই হয়নি যার কারণে কিছুদিন পর পর যুক্তরাষ্ট্রের অ্যালার্ট ঘোষণা করতে হবে। এটি তাদের অভ্যাসে পরিণত হয়েছে।’

রোববার ঢাকার পুলিশ স্টাফ কলেজে সার্কভুক্ত দেশের পুলিশ সদস্যদের এক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

গত বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে বাংলাদেশে তাদের নাগরিকদের চলাচলের ওপর নিরাপত্তা সতর্কতা জারি করা হয়।

কী কারণে দেশটি অ্যালার্ট জারি করল সে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও শুক্রবার এক অনুষ্ঠানে বলেন, ‘নানা দুর্যোগের মধ্য দিয়েও বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন হঠাৎ আমেরিকা একটা সিকিউরিটি অ্যালার্ট দিয়েছে। তাদের উচিত নিরাপত্তাবিষয়ক কোনও ঝুঁকি থাকলে আমাদের জানানো।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে অ্যালার্ট জারি করার মতো কিছুই হয়নি। তবুও কেন তারা (যুক্তরাষ্ট্র) এমন করছে তা খতিয়ে দেখা হচ্ছে।’

সম্প্রতি প্যারোলে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির বিষয়ে নানা খবর এসেছে গণমাধ্যমে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এখন পর্যন্ত খালেদা জিয়ার প্যারোলে মুক্তির জন্য কোনো আবেদন করেননি।’

এ সময় ৬১৪ জন চরমপন্থি আত্মসমর্পন করতে যাচ্ছে এবং তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে সব ধরণের সহায়তা করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ