spot_imgspot_img
spot_imgspot_img

গভীর সমুদ্রে অভিযান, ৫ লাখ ইয়াবাসহ আটক ২

spot_img

 

- Advertisement -

পটুয়াখালীর কুয়াকাটায় গভীর সমুদ্রে দুটি ট্রলারে অভিযান চালিয়ে পাঁচ লাখ পিস ইয়াবাসহ দুজনকে আটক করা হয়েছে।মঙ্গলবার রাতে রামনাবাদ চ্যানেলের গভীর সমুদ্রে অভিযান চালিয়ে তাদের ওই ইয়াবার চালানসহ আটক করেন কোস্টগার্ড সদস্যরা।

আটকরা হলেন- টিপু (৩০) ও মো. মোশাররফ (৫০)। তাদের বাড়ি কলাপাড়ার চাকামাইয়া ইউনিয়নে।কোস্টগার্ডের পটুয়াখালীর নিজামপুর স্টেশনের সিনিয়র এসটিপিও অফিসার মো. এনামুল হক জানান, রাতে গোপন সংবাদে খবর পেয়ে কুয়াকাটাসংলগ্ন ৪০ নটিক্যাল মাইল দূরত্ব রামনাবাদ চ্যানেলের গভীর সমুদ্রে অভিযান চালানো হয়।

এর পর সেখানে দুটি ট্রলারে তল্লাশি চালিয়ে পাঁচ লাখ পিস ইয়াবাসহ টিপু ও মো. মোশাররফকে আটক করা হয়।এ বিষয়ে মহিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান কোস্টগার্ডের সেই কর্মকর্তা।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ