- Advertisement -
এক বছর দুই মাস ২৬ দিন কারাভোগের পর উচ্চ আদালত থেকে জামিন নিয়ে কারামুক্ত হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।
শনিবার দুপুরে নরসিংদী কারাগার থেকে তিনি মুক্তি পান বলে বিএনপির সহদফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু জানিয়েছেন।
দীর্ঘদিন কারাগারে থাকায় শিমুল বিশ্বাস অসুস্থ হয়ে পড়েছেন বলে জানান টিপু।প্রসঙ্গত গত বছরের ৮ ফেব্রুয়ারি পুরান ঢাকার বকশীবাজারের অস্থায়ী আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করা হয়।
খালেদা জিয়াসহ ছয় আসামির বিরুদ্ধে এ রায় ঘোষণার সময় শিমুল বিশ্বাস আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণা শেষে আদালত প্রাঙ্গণ থেকে শিমুল বিশ্বাসকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ।
এরপর ২৬ ফেব্রুয়ারি রাজধানীর রমনা থানার নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে শিমুল বিশ্বাসকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।