spot_imgspot_img
spot_imgspot_img

অধ্যক্ষে মারধরের অভিযোগে ছাত্রলীগের ৩৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

spot_img

বৃহস্পতিবার,৫এপ্রিল,২০১৮

- Advertisement -

প্রিয় সংবাদ ডেস্ক : চট্টগ্রাম বিজ্ঞান কলেজের অধ্যক্ষ ড. জাহেদ খানকে মারধরের ঘটনায় মহানগর ছাত্রলীগের সাধারণ স¤পাদক নুরুল আজিম রনিসহ ৩৭ ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
কলেজের অধ্যক্ষ ড. জাহেদ খান বাদী হয়ে গতকাল বুধবার রাতে নগরীর চকবাজার থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ছাত্রলীগের ৭ নেতাকর্মীর নাম ও অজ্ঞাতনামা আরো ৩০ ছাত্রলীগ নেতাকর্মীকে আসামী করা হয়েছে।
মামলা দায়েরের সত্যতা স্বীকার করে চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুল হুদা বলেন, মামলায় ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে। ঘটনায় জড়িত আসামীদের আইনের আওতায় আনা হবে।
মামলার বিবরণে জানা যায়, গত ৩১ মার্চ চট্টগ্রাম মহানগরীর চকবাজারের মতি টাওয়ারের পঞ্চম তলায় অবস্থিত বিজ্ঞান কলেজে গিয়ে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিসহ ৭ নেতাকর্মী ও অজ্ঞাতনামা আরো ৩০ জন নেতাকর্মী অস্ত্রের মুখে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে।
এ সময় তারা কলেজের অধ্যক্ষ ড. জাহিদ খানকে মারধর করেন।
মারধরের বিষয়টি ঘটনার দিন জানাজানি না হলেও কলেজের সিসিটিভির ভিডিও ফুটেজে ধরা পড়ে। সেটি নিজের ফেসবুক পেইজে শেয়ার করেন ড. জাহেদ খান। এরপর ভিডিওটি ভাইরাল হয়। বিতর্কের ঝড় উঠে রনির বিরুদ্ধে।
মামলার অভিযোগে উল্লেখিত সাত ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি ছাড়াও রয়েছেন মুজিবুর রহমান রাসেল, তানভির মেহেদী মাসুদ, নেওয়াজ শরীফ অমি, আরিফুর রহমান মাসুদ, কিরণ ও নুরুল হুদা মিঠু।
তবে ঘটনার দিন নুরুল আজিম রনি সংবাদ মাধ্যমে বলেছিলেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছ থেকে ৫ হাজার টাকা অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে বিজ্ঞান কলেজে যান তিনি। এ সময় অধ্যক্ষ পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তাকে ধরে এনে অতিরিক্ত ফি ফেরত দিতে বাধ্য করেন। তবে মারধরের বিষয়টি অস্বীকার করেন রনি।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ