আফগানিস্তানের গজনীপ্রদেশে স্থলমাইন বিস্ফোরণে ৭ শিশু নিহত

 

- Advertisement -

আফগানিস্তানের দক্ষিণে গজনীপ্রদেশে স্থলমাইন বিস্ফোরণে একই পরিবারের চারজনসহ সাত শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।শনিবার রাজধানী কাবুলের দক্ষিণে গজনীপ্রদেশে এ ঘটনা ঘটে।

প্রাদেশিক মুখপাত্র আরেফ নুরি এএফপিকে বলেন, শিশুরা খেলার সময় মাইনের ওপর পা রাখলে এটি বিস্ফোরণ ঘটে। নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে তালেবান এই মাইন পুঁতে রেখেছিল বলে জানান তিনি।

সর্বশেষ