শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫
spot_img

বিএনপির জন্য নির্বাচন অপেক্ষা করবে না : ওবায়দুল কাদের

 

- Advertisement -

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি না আসলে তাকে জোর করে আনার দায়িত্ব আমাদের নয় । তাই বিএনপি নির্বাচনে না আসলে তার জন্য অপেক্ষা করা হবে না বলে, জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১ মে) সকালে বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ে সামনে মে দিবস উপলক্ষে শ্রমিকদের এক সমাবেশে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে অংশগ্রহণ করা একটি দলের গণতান্ত্রিক অধিকার। তারা নির্বাচন না আসলে কাউকে জোর করে আনার দায়িত্ব আমাদের নয় । তবে বিএনপি নির্বাচনে আসলে আমরা স্বাগত জানাই। নির্বাচনে অংশগ্রহণ না করলে তাদের জন্য অপেক্ষা করবে না এখন আসা না সম্পূর্ণই তাদের ব্যাপার। নির্বাচনের ট্রেন এগিয়ে চলছে এগিয়ে যাবে কারও জন্যই স্টেশনে থামে থাকবে না।

তিনি অভিযোগ করে বলেন, একটি দল ক্ষমতায় এসে শ্রমিকদের মুখের অন্ন বন্ধ করে দিয়েছিল সে দল এখন ক্ষমতায় আসার জন্য আবার মরিয়া হয়ে উঠেছে। আর বিএনপিএনপি হচ্ছে সেই দল। যে দল ক্ষমতায় এলে মানুষের ভোট ও ভাতের অধিকার থাকে না তারা ক্ষমতায় আসার জন্য আবার মরিয়া হয়ে উঠেছে।

ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি নেতারা বলেছেন খালেদা জিয়াকে বাদ দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন না। নির্বাচনে আসবেন কিনা একান্তই বিএনপি ব্যাপার। আগামী অক্টোবরে নির্বাচনের সিডিউল ঘোষণা করা হবে। সংবিধানের বাইরে যেয়ে নির্বাচন করার কোনো সুযোগ নেই। সংবিধান অনুযায়ী সমস্ত কিছু করা হবে।

তিনি বলেন, আমাদের সরকার শেখ হাসিনার সরকার জনগণের সরকার শ্রমিকদের সরকার ভাত ও ভোটের সরকার। রক্ত দিয়ে জীবন দিয়ে শ্রমিকরা আমাদের সরকার কে ক্ষমতায় রেখেছে। এজন্য তাদের সমস্ত দাবি-দাওয়া পূরণ করা হবে। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় সকলকে ভোট দেওয়ার আহ্বান জানান মন্ত্রী।

শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, বেশি মুনাফার লোভে ওভারটেকিং করে গাড়ি চালাবেন না। বর্তমানে দুর্ঘটনা খুবই বেড়ে গেছে। একজন লোকের মৃত্যু একটি ফ্যামিলি কান্না । একটি লোকের মৃত্যুতে একটি পরিবার অসহায় হয়ে পড়ে। পরে তিনি উদ্বোধন ঘোষণা করে র‍্যালীতে অংশগ্রহণ করেন।

সর্বশেষ