সীতাকুণ্ড প্রতিনিধিঃ চট্টগ্রামের সীতাকুণ্ডে এক মাদকসেবীকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়ার ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সাথে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সোমবার (২০ মে) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার কুমিরা জেলে পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এসময় পুলিশের এলোপাতাড়ি গুলিতে বেশ কয়েকজন নারী-পুরুষ আহত হয় বলে জানান স্থানীয়রা।
তাদের দাবী, পুলিশের বেধড়ক পিটুনিতে বেলাম্বু দাসী (৫৮) নামে এক বৃদ্ধা মহিলা নিহত হয়েছেন।
তবে এই ব্যাপারে পুলিশের কাছ থেকে স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় কয়েকজন জানান, রাত সাড়ে ১১টার দিকে জেলে পাড়ার নিজ ঘর হতে রুবেল দাশ নামের এক যুবককে বিনা কারণে গ্রেফতারের চেষ্টা করে পুলিশ। এসময় বাড়ীর কয়েকজন পুলিশের কাছে গ্রেফতারের কারণ জানতে চাইলে শুরু হয় বিরোধ। এসময় পুলিশ বাড়ীর নারী-পুরুষদের প্রথমে লাঠিপেটা করে। এবং পুলিশের পিটুনীতে বেলাম্বু দাসী নামে এক বৃদ্ধার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে তাৎক্ষণিক এলাকার শত শত লোকজন জড়ো হলে পুলিশের সাথে সংঘর্ষ বাধে।
পরে অতিরিক্ত পুলিশ গিয়ে এলোপাতাড়ি গুলি চালায় বলে অভিযোগ করেন তারা।
এ ব্যাপারে জানতে সীতাকুণ্ড মডেল থানার ওসি দেলোয়ার হোসেনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সংযোগ পাওয়া যায়নি।
পরে থানার দায়িত্বরত কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি সংঘর্ষের কথা স্বীকার করে বিস্তারিত পরে জানাতে পারবেন বলে জানান।