সাম্প্রতিক সময়ে সৌদি আরব, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া সফর সম্পর্কে জানাতে আজ বুধবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সংবাদ সম্মেলনটি বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর গণভবনে অনুষ্ঠিত হবে বলে সোমবার (৩০ মে) জানিয়েছিলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।
গত ১৫ থেকে ২৩ এপ্রিল সৌদি আরব ও যুক্তরাজ্য সফর করেন প্রধানমন্ত্রী। সৌদি আরবের দাম্মামে সৌদি সামরিক জোটের মহড়ার সমাপনী অনুষ্ঠানে যোগদান শেষে লন্ডনে কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী।
গতকাল রোববার বৈশ্বিক নারী বিষয়ক সম্মেলনে (গ্লোবাল সামিট অন উইমেন) যোগদান শেষে দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সম্মেলনে বাংলাদেশে নারী শিক্ষার প্রসার এবং নারী উদ্যোক্তা সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালনের স্বীকৃতি হিসেবে গ্লোবাল উইমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড-২০১৮ সম্মাননা দেওয়া হয় শেখ হাসিনাকে।
বেশ কয়েকবছর ধরে বিদেশ সফর নিয়ে প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন করে আসছেন। তবে সফরের পাশাপাশি দেশের সাম্প্রতিক রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়েও তাকে প্রশ্ন করা হয় এবং তিনি উত্তর দেন।