ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের গ্রেফতার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

 

- Advertisement -

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খাঁন কামাল বলেছেন, কোটা সংস্কারের আন্দোলনের সময় যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাস ভবনে যারা হামলা করেছে তাদের ভিডিও ফুটেজ দেখে গ্রেফতার করা হবে।

আজ বুধবার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে কৃষিবিদ মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, এখন পর্যন্ত এ ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। তবে গ্রেফতারকৃতরা কেউই বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয়। তারা কেন সেখানে গিয়েছিল তা তদন্তের স্বার্থে এখন আপনাদের বলছি না। সময় হলে বলবো।

এছাড়া লুটকৃত কিছু মালামালও উদ্ধার করা হয়েছে। হামলায় জড়িত অন্যদেরও শনাক্ত করার কাজ চলছে। চিহ্নিত করার পরই তাদের গ্রেফতার করা হবে বলে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভাবতে লজ্জা লাগে একজন উপাচার্যের বাসায় আগুন দেওয়া হয়। তার বাড়ি-আসবাবপত্র পুড়িয়ে দেওয়া হয়। কোন দেশে আছি আমরা?

সর্বশেষ