বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমানের বিরুদ্ধে রায় ৩০ জুন

 

- Advertisement -

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলার রায় ৩০ জুন ঘোষণা করবেন আদালত।

আজ বুধবার ঢাকার বিভাগীয় স্পেশাল জজ সৈয়দ কামাল হোসেন এ দিন নির্ধারণ করেন। আজ এ মামলায় রায় ঘোষণার জন্য দিন নির্ধারিত ছিল। কিন্তু বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান অসুস্থ থাকায় বিচারক নতুন দিন ধার্য করেন।

নথি থেকে জানা যায়, ১৯৯৭ সালের ৭ আগস্ট বিএনপি নেতা নোমানকে হিসাব বিবরণী দাখিলের জন্য নোটিশ জারি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরে ২৬ অক্টোবর নোমান নোটিশ গ্রহণ করেন।

নথি থেকে জানা যায়, সেই নোটিশ নোমান পাওয়ার পর আইনুযায়ী ৪৫ দিনের মধ্যে সম্পদের হিসাব বিবরণী দাখিল করেননি।

এ ঘটনায় ১৯৯৮ সালের ১৯ আগস্ট রাজধানীর ধানমণ্ডি থানায় দুদকের কর্মকর্তা আবদুল্লাহ আল জাহিদ বাদী হয়ে নোমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলা করেন। ২০০০ সালের ৩০ মে নোমানের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক। অভিযোগপত্রের পরে মামলাটি বদলি হয়ে বিভাগীয় স্পেশাল জজ আদালতে আসে।

সর্বশেষ