কাপ্তাই শীলছড়ি এলাকায় বৃহ্স্পতিবার (১৩ জুন) বিকাল ৩টার দিকে কর্ণফুলীতে ডুবে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন হামেদ হাসান আদর (২৯) ও আনোয়ারুল আরেফিন অনু (১৯)। তারা সম্পর্কে মামা ভাগ্নে।
ওসি (তদন্ত) মো. নুরুল আলম বলেন, ‘উদ্ধার হওয়া আনোয়ারুল আরিফের লাশ পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। সন্ধ্যা ৭টার সময় লাশ নিয়ে পরিবারের সদস্যরা চট্টগ্রামের হালিশহরের উদ্দেশে রওয়ানা হন।’
জানা যায়, নগরীর হালিশহর থেকে একই পরিবারের ১৮ জন সদস্য কাপ্তাই বেড়াতে যান। সেখানে সারাদিন বেড়ানোর পর বিকালে কয়েকজন নদীতে সাঁতার কাটতে নামেন। এর মধ্যে দুইজন পানিতে ডুবে যান। তবে একজনকে (আরেফিন) মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ডুবে নিখাঁজ হওয়া অপর পর্যটক হানেফ হাসানকে উদ্ধার করার জন্য নৌবাহিনীর ডুবুরি দল এবং কাপ্তাই ফায়ার ব্রিগেড বিকাল থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত নদীতে দফায় দফায় তল্লাশি চালায়।
ওসি সৈয়দ মোহাম্মদ নুর বলেন, ‘নিখোঁজ হানেফ হাসানকে উদ্ধারের জন্য সব ধরণের প্রচেষ্টা চালানো হচ্ছে।’