স্পোর্টস ডেস্ক, প্রিয়সংবাদঃ বিশ্বকাপে এখন পর্যন্ত ভারত ৭ ম্যাচ খেলে ৫টি জয়, ১টি হার ও ১টি ম্যাচ পরিত্যক্ত হওয়াতে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় অবস্থানে রয়েছে। রবিবার (৩০ জুন) স্বাগতিক ইংল্যান্ডের কাছে হেরে গেছে ভারত। এজবাস্টনে ইংল্যান্ড ৩১ রানে হারিয়েছে শিরোপা দৌড়ের হট ফেভারিট টিম ইন্ডিয়াকে।
ভারত এ দিন হেরে যাওয়ায় বিশ্বকাপে বাংলাদেশ ও পাকিস্তান বেশ বিপদে পড়েছে। ভারত জিতলে মাশরাফি-সরফরাজদের দুই দলের সুবিধা হতো। কিন্তু সেটা আর হলো না।
এবারের বিশ্বকাপের ৩৮তম ম্যাচে রবিবার মাঠে নামে ইংল্যান্ড ও ভারত। প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৩৭ রান সংগ্রহ করে ইংল্যান্ড।
ইংল্যান্ডের দেয়া ৩৩৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি কোহলিদের। ভারতের ওপেনার রাহুল রানের খাতা না খুলেই ওকসের বলে ক্যাচ দিয়ে সাঁজঘরে ফিরে যান।
এরপর দলের হাল ধরেন অধিনায়ক কোহলি ও সহঅধিনায়ক রোহিত। তবে ব্যক্তিগত ৬৬ রানে ভিন্সের ক্যাচে প্ল্যাঙ্কেটের বলে ফিরেন কোহলি ও সেঞ্চুরি অর্থাৎ ১০২ রান করে ওকসের বলে বাটলারের হাতে ধরা পড়ে ফিরে যান রোহিত। এরপর পান্থ ও হার্দিক পান্ডিয়ার ব্যাটে এগিয়ে যেতে থাকে ভারত।
কিন্তু তার জুটিটা বড় করতে পারেনি। সেখানে আঘাত করেন প্ল্যাঙ্কেট। ওকসের হাতে ক্যাচ দিয়ে ৩২ রান করে ফিরেন পান্থ ও ৪৫ রান করে ভিন্সের হাতে তালুবন্দি হয়ে ফিরেন পান্ডিয়া।
তবে শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩০৬ রান করে ভারত। ফলে ৩১ রানে জয় পায় ইংল্যান্ড। ধোনি ৪২ ও কেদার ১২ রানে অপরাজিত ছিলেন।
ম্যাচ শেষে ভারত অধিনায়ক বিরাট কোহলি পরের ম্যাচ মানে বাংলাদেশ ম্যাচে ঘুরে দাঁড়ানোর কথা বললেন।
বিরাট কোহলি বলেন, চেষ্টা করেছিলেন এমএস ধোনি। কিন্তু ওরা ভালো বল করেছে। বাউন্ডারি পাচ্ছিলেন না। পরের ম্যাচেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করব।