spot_imgspot_img
spot_imgspot_img

চট্টগ্রামে কিশোরী ধর্ষণের ঘটনায় গ্রেফতার-২

spot_img

মো.মুক্তার হোসেন বাবু : চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডের (কেইপিজেড) একটি কারখানায় ছুটি শেষে বাড়ি ফেরার পথে কিশোরী শ্রমিককে ধর্ষণের সঙ্গে জড়িত দু’জনকে গ্রেফতার করেছে আনোয়ারা থানা পুলিশ। গত শুক্রবার রাতে আনোয়ারা উপজেলার চাতরি চৌমুহনী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.দুলাল মাহমুদ।
গ্রেফতার দু’জন হলেন- কিশোরীকে বহনকারী সিএনজিচালিত অটোরিকশার চালক মামুন (২০) এবং যাত্রী হেলাল উদ্দিন (৩০)।
জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুইজন পুলিশকে জানিয়েছেন, যে কোনো মেয়েকে একা পেলে তুলে নিয়ে ধর্ষণের পরিকল্পনা করেছিলেন তারা মোট চারজন। পরিকল্পনা বাস্তবায়নে অটোরিকশা নিয়ে আনোয়ারার চাতরি-চৌমুহনী এলাকায় দাঁড়িয়েছিলেন তারা। ওই কিশোরী বাড়ি যাবার পথে তাদের অটোরিকশায় ওঠে। এরপর তাকে ওই জমিতে নিয়ে গিয়ে চারজন মিলে ধর্ষণ করেন। এই ঘটনায় জড়িত বাকি দু’জনকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি। এদিকে গ্রেফতারের পর পুলিশ ওই দু’জনের দেখিয়ে দেওয়া ধর্ষণের ঘটনাস্থল পরিদর্শন করেছে বলেও বলে জানিয়েছেন ওসি।
ওসি বলেন, আনোয়ারায় চৌমুহনীর কালার বিবির দিঘী এলাকায় অদূরে সড়কের পাশে একটি জমিতে নিয়ে ওই মেয়েকে ধর্ষণ করা হয়। সে খুবই অসুস্থ ছিল। কান্নাকাটি করেও তাদের কাছ থেকে রেহাই পায়নি।
এদিকে ধর্ষণের শিকার অসুস্থ কিশোরীর চিকিৎসা চলছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে। তাকে নিয়মিত রক্ত দিতে হচ্ছে বলে জানিয়েছেন তার এক স্বজন। আনুমানিক ১৫ বছর বয়সী ওই কিশোরী কোরিয়ান ইপিজেডের একটি জুতার কারখানায় কাজ করতো। চন্দনাইশ উপজেলার নিজ বাড়ি থেকেই প্রতিদিন কারখানায় যাওয়া আসা করতো সে।
এর আগে গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে কাজ শেষে বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার হয় ওই কিশোরী। তাকে আনোয়ারা থানার চৌমুহনীর অদূরে কালার মার দিঘী এলাকায় অন্ধকারের মধ্যে রাস্তার ওপর মুমূর্ষু অবস্থায় পান স্থানীয়রা। তার কাছ থেকে মোবাইল নম্বর নিয়ে পরিবারের সদস্যদের জানানো হয়। ভাইসহ পরিবারের কয়েকজন সদস্য ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান। কিশোরী পরিবারের সদস্যদের জানায়, চোখ বেঁধে চারজন মিলে তাকে ধর্ষণ করেছে। এ ঘটনায় কিশোরী ভাই বাদি হয়ে গত ৪ জুলাই রাতে আনোয়ারা থানায় অজ্ঞাতনামা চারজনকে আসামি করে মামলা করেন।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ