- Advertisement -
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার আইনগতভাবে তারেক রহমানকে ফিরিয়ে আনতে চায়। কিন্তু বিএনপির নেতারা সে ফিরে আসুক এটা চায় কি না, আমার সন্দেহ।
বৃহস্পতিবার (৩ মে) সকাল সাড়ে ১১টায় সচিবালয়ে সড়ক বিভাগের সভাকক্ষে সেতুমন্ত্রী এসব কথা বলেন।ওবায়দুল কাদের বলেন, বিএনপির সিনিয়র নেতারা বলেন এক রকম। আর যারা দলীয় কার্যালয়ে ভাঙ্গা রেকর্ড বাজায় তারা বলেন আরেক রকম।
সেতুমন্ত্রী বলেন, ২০১৪ সালের মতো বিএনপি আবারো নির্বাচন প্রতিহত করার চেষ্টা করলে সন্ত্রাসী দল হিসেবে কলঙ্ক মুছতে পারবে না। আর বিএনপি নির্বাচনে না আসলে নির্বাচন থেমে থাকবে না।