মাদক কারবারী গুলিবিদ্ধ হয়ে নিহত

 

- Advertisement -

গুলিবিদ্ধ একজনের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেছ। সে একজন বহু মামলার ফেরারী আসামী ও মাদক কারবারী বলে পুলিশ জানায়। সুত্রে জানা যায়, ১৪ জুলাই ভোররাতে টেকনাফ মডেল থানা পুলিশের হাতে আটক মুফিদুল আলম প্রকাশ মংগ্যাইয়াকে (৩৯) নিয়ে হোয়াইক্যং নয়াপাড়া বালিকা মাদরাসার পিছনে মাদক উদ্ধার অভিযানে যায়।

সেখানে পুলিশের উপস্থিতি ঠের পেয়ে তার সহযোগীরা পুলিশকে লক্ষ করে করে গুলিবর্ষণ করে। এসময় নিজেদের জীবন সরকারী সম্পত্তি রক্ষার্থে পুলিশ ৩৮ রাউন্ড গুলি করে। এক পর্যায়ে আটককৃত মুফিফুল আলম (৩৯) গুলিবিদ্ধ হয়। গোলাগুলির শব্দ শুনে ঘটনাস্থলে স্থানীয় লোকজন এগিয়ে আসলে, ঘটনাস্থল হইতে অস্ত্রধারী মাদক ব্যবসায়ীরা গুলি করিতে করিতে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে এএসআই/অহিদ কং/১৩৪৬ আঃ রুবেল মিয়া/কং১১৬৩ মনির হোসেন র আহত হয়।

ঘটনাস্থলের আশপাশ এলাকায় ব্যাপক তল্লাশী করে আসামীদের বিক্ষিপ্ত ভাবে ফেলে যাওয়া ২(দুই) টি এলজি (আগ্নেয়াস্ত্র), ১০ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ, এবং ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয় যায়। গুলিবিদ্ধ মুফিদুল আলমকে তাৎক্ষনিক টেকনাফ হাসপাতারে নেওয়া হলে, উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার প্রেরন করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার দাশ জানান, ১৩ জুলাই ২০.৩০ ঘটিকার সময় এএসআই/(নিরস্ত্র) ওহিদ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান ডিউটি করা কালীন ইয়াবা কারবারি মুফিদ আলম (৩৯)কে নয়াপাড়া বাজার হতে আটক করে। পরবর্তীতে তার স্বীকারোক্তি মতে নয়াপাড়া বালিকা মাদরাসার পিছনে মাদক উদ্ধার অভিযানে গেলে পুলিশ ও মাদককারবারীর গুলাগুলিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

তিনি আরো জানান, থানা রেকর্ড পত্র সিডিএমএস পর্যালোচনা করিয়া মুফিদুল আলম (৩৯) এর বিরুদ্ধে ৬টি মামলা পাওয়া যায়। মামলাগুলো হচ্ছে ১। কক্সবাজার এর টেকনাফ থানার এফ আই আর নং-১৪/৪০২, তারিখ- ০৫ আগষ্ট, ২০১৮; ধারা- ১৯(১) এর ৯(খ) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২। কক্সবাজার এর টেকনাফ থানার এফ আই আর নং-৩১/৫০২, তারিখ- ০৯ জুন, ২০১৭;ধারা- ১৯(১) এর ৯(ক) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩।

কক্সবাজার এর টেকনাফ থানার এফ আই আর নং-৬/১৩৫, তারিখ- ০১ মার্চ, ২০১৯; ধারা- ১৮৬/৩৩২/৩৩৩/৩৫৩/৩০২/৩৪ পেনাল কোড-১৮৬০ ৪। কক্সবাজার এর টেকনাফ থানার এফ আই আর নং-৫/১৩৪, তারিখ- ০১ মার্চ, ২০১৯; ধারা- ৩৬(১) এর ১০(গ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ ৫। কক্সবাজার এর টেকনাফ থানার এফ আই আর নং-৪/১৩৩, তারিখ- ০১ মার্চ, ২০১৯; ধারা- ১৯-ধ/১৯(ভ) ১৮৭৮ সালের অস্ত্র আইন এর এজাহারে অভিযুক্ত এবং ৬। ডিএমপি এর বিমান বন্দর থানার মামলা নং- ৭,তারিখ ১০/০৭/২০১৯খ্রিঃ, ধারা- ৩৬(১) এর ১০(খ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ ।

সংঘটিত ঘটনার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান।

সর্বশেষ