রবিবার, ১০ নভেম্বর ২০২৪
spot_img

প্রশ্ন সরবরাহ ও ফল পরিবর্তনের কথা বলে টাকা আদায়, গ্রেফতার ১

 

এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র সরবরাহ ও এসএসসি পরীক্ষার ফল পরিবর্তনের কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মো. আরিফ হোসেন ওরফে শাওন (১৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (০২ মে) দুপুর দেড়টার দিকে সীতাকুণ্ডের বড়কুমিরা জুরামতল বাজারস্থ দিল্লি দরবার হোটেলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৭ এর সিনিয়ার সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান এ তথ্য জানিয়েছেন। গ্রেফতার শাওন স্থানীয় ঘোড়ামারা গ্রামের মো. নিজাম উদ্দিনের ছেলে। সে এবার কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয় থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছে।

মিমতানুর রহমান বলেন, ‘প্রশ্নপত্র ফাঁস ও বিভিন্ন পাবলিক পরীক্ষার ফলাফল পরিবর্তনকারী চক্রের এক সদস্য ভুয়া প্রশ্নপত্র সরবরাহ ও এসএসসি পরীক্ষার ফল পরিবর্তনের কথা বলে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা দুপুরে জুরামতল বাজারে অভিযান চালায়। এসময় প্রশ্নপত্র ফাঁস ও ভুয়া ফলাফল প্রকাশের কাজে ব্যবহৃত ১টি ট্যাব, ২টি মোবাইল সেট এবং ২টি সিম কার্ডসহ শাওনকে গ্রেফতার করা হয়।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানিয়েছে ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে তার প্রথম প্রশ্নফাঁস চক্রের সঙ্গে যোগাযোগ হয় এবং পরবর্তীতে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যান্য গ্রুপের সঙ্গে যুক্ত হয়। এ সমস্ত গ্রুপের অ্যাডমিনদের সঙ্গে সখ্যতার মাধ্যমে তাদের কাছ থেকে প্রশ্নপত্র সংগ্রহ করে পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা নেয় তারা। পরে ইন্টারনেটের বিভিন্ন অ্যাপস এর মাধ্যমে এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র পাঠিয়ে দেওয়ার কাজে জড়িয়ে পড়ে।’

তিনি বলেন, ‘এই চক্রটি বিগত এসএসসি পরীক্ষাসহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত ছিল এবং তারা শিক্ষার্থীদের বিভিন্ন পাবলিক পরীক্ষার ফলাফল পরিবর্তন করে এবং এসএসসি পরীক্ষার ভুয়া ফলাফল প্রকাশ করে আসছিল।

সর্বশেষ