বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫
spot_img

নিখোঁজের ২ দিন পর ফেনী থেকে কিশোর রিকশাচালক রাজুর মৃতদেহ উদ্ধার

 

- Advertisement -

সোমবার থেকে নিখোঁজ ফেনীর রিকশাচালক রাজুর মৃতদেহ পাওয়া গেছে বুধবার। ফলেশ্বর এলাকার একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর বাহার উদ্দিন বলেন, দুই বছরে আগে বাবা-মার সঙ্গে লক্ষ্মীপুরের কমলগঞ্জ থেকে ফেনী শহরে আসে রাজু।

বাবা-মায়ের অভাবের সংসারে একটু সচ্ছলতা আনতে অল্প বয়সেই রিকশা চালানোর মতো পরিশ্রমের কাজ করা শুরু করেছিল সে। ছোট্ট দুই হাতে ব্যাটারিচালিত রিকশার হ্যান্ডেল ধরে শহরের পথে পথে দিনভর ঘুরে বেড়াত যাত্রী নিয়ে।

গত সোমবার প্রতিদিনের মতো বাড়ি থেকে রিকশা নিয়ে বের হয়েছিল রাজু। ওই দিনই ফেনী সদর হাসপাতাল এলাকা থেকে লাপাত্তা হয়ে যায় ছেলেটা। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার থানায় সাধারণ ডায়েরি করে তার পরিবার।

গতকাল রাত ৮ টার দিকে ফেনী সদর হাসপাতাল মোড় সংলগ্ন পানির ট্যাংকির কাছে বাঙ্গালী হোটেলের পাশে রাজুর ব্যাটারিবিহীন খালি রিকশাটি পাওয়া যায়। কিন্তু রাজুকে পাওয়া যায়নি তখনও।

বুধবার দুপুরে শহরের সুলতানপুর এলাকায় একটি কিশোরের লাশ দেখতে পেয়ে খবর দেয় স্থানীয়রা। কে বা কারা তাকে নির্মমভাবে হত্যা করে ফেলে গেছে সেখানে। দেহটি পচে-গলে দুর্গন্ধ ছড়াচ্ছিল।

খবর পেয়ে সেখানে ছুটে যায় তার পরিবারের সদস্যরা এবং লাশটি রাজুর বলে সনাক্ত করে। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী সদর হাসপাতালে পাঠায়।

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদ খান চৌধুরী বলেন, হত্যার কারণ জানতে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

সর্বশেষ