spot_imgspot_img
spot_imgspot_img

গণতন্ত্রের লড়াইকারীকে মিথ্যা মামলায় কারাগারে রাখা হয়েছে,মির্জা ফখরুল

spot_img
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রের জন্য যে লড়াই করলো তাকে কারাগারে রাখা হচ্ছে, তাও আবার একটি মিথ্যা মামলায়। এই মামলার সবাই জামিন পেলেও খালেদা জিয়াকে জামিন দেয়া হচ্ছে না। বৃহস্পতিবার বিএনপির বরিশাল বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, এই সরকার রাষ্ট্রযন্ত্র ভেঙে দিয়ে একদলীয় সরকার নির্মাণ করেছে। প্রশাসন এখন তাদের পকেটে থাকে। যেখানে কৃষকরা ধানের ন্যায্যমূল্য পায় না, সেখানে সরকারি কর্মকর্তাদের বেতন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই সরকার উন্নয়নের কথা বলে নিজেদের ঢোল নিজেরাই পেটাচ্ছে।
বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে বরিশাল নগরীর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত বরিশাল বিভাগীয় সমাবেশে আরও বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) শাহজাহান ওমর বীর উত্তম, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম, এয়ারভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, ভাইস চেয়ারম্যান ও সুপ্রিমকোর্ট বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন প্রমুখ।
spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ