- Advertisement -
বেগম খালেদা জিয়ার মুক্তি এবং গনতন্ত্র পুনরুদ্ধারের দাবীতে বিএনপির খুলনা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষে গণমিছিল করেছে মেহেরপুর জেলা বিএনপি।
সোমবার সকাল ১০ টার দিকে শহরের বোস পাড়াস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলে নেতৃত্ব দেন সাবেক এমপি ও জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণ। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। মিছিল থেকে খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
এছাড়াও আগামী ২৫ জুলাই বিএনপির খুলনা বিভাগীয় সমাবেশ সফল করার আহব্বান জানানো হয় মিছিল থেকে। পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসসহ দলীয় নেতী-কর্মীরা গনমিছিলে অংশ নেন।