- Advertisement -
রাজধানীর উত্তর বাড্ডায় ছেলেধরা সন্দেহে রেনুকে হত্যার ঘটনায় প্রধান আসামি হৃদয়কে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের ভুলতা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পূর্ব বিভাগের একটি টিম হৃদয়কে গ্রেপ্তার করে। বর্তমানে সে আমাদের হেফাজতে রয়েছে।
এ পর্যন্ত এই ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উল্লেখ্য, গত ২০শে জুলাই উত্তর বাড্ডার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মেয়ের ভর্তির জন্য গিয়ে ছেলেধরা সন্দেহে গণপিটুনির শিকার হন তাসলিমা বেগম রেনু। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।