সরিষাবাড়ীতে খালে উল্লাস করতে গিয়ে পাঁচ শিক্ষার্থীর মৃত্যু

 

- Advertisement -

সরিষাবাড়ীতে বন্যার পানিতে ডিঙ্গি নৌকা নিয়ে উল্লাস করতে গিয়ে পানিতে ডুবে পাচ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১২ টায় উপজেলার আওনা ইউনিয়নের গ্রাম নিখাই শাহজাহানের খালে এ নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এলাকায় শোকের মাতম চলছে।

দেখতে উপজেলার বিভিন্ন এলাকার নারী-পুরুষের ভীড় জমতে শুরু করে। স্থানীয় প্রত্যক্ষদশী ও নিহতের পরিবার সুত্রে জানা গেছে,সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের কালিকাপুর জালালের বাড়ীর উত্তর পার্শ্ব থেকে ডিঙ্গি নৌকায় ওঠে একই বাড়ীর গ্রামের রিপন শিকদারের স্ত্রী রোজিনা বেগম সহ তার স্কুল পড়ুয়া দুই মেয়ে রিয়া মনি (১২) ছোট মেয়ে রোদশী খাতুন (১১) সহ ১১জন নৌকায় ওঠে। নৌকাটিতে একই বাড়ীর সোহেল রানা মাঝি হিসেবে গ্রাম নিখাই শাহজাহানের খালের ভিতর প্রবেশ করলে শিক্ষার্থীরা আনন্দে উল্লাস করে এক অপরের গায়ে পানি ছিটিয়ে দিতে থাকে। এক পর্যায়ে ডিঙ্গি নেীকাটি কাত হয়ে ডুবে যায়। বিষয়টি পাশের শিবজাল দিয়ে মাছ শিকারীরা দেখতে পেয়ে ডাক চিৎকার করে।পরে স্থানীয় বাবলু মিয়া’র নেতৃত্বে শিক্ষার্থীদের উদ্ধার করে সাবান মন্ডলের বাড়ীতে উঠিয়ে নিয়ে আসে।

নিহত পাচঁ শিক্ষার্থী মধ্যে কালিকাপুর গ্রামের সৌদী প্রবাসী খবিরুল ইসলামের দুই কণ্যা সূর্বনা আক্তার(১৭) ও ঝুমা আক্তার।বড় মেয়ে সূর্বনা আক্তার এ্যাডভোকেট মতিয়র রহমান তালুকদার কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্রী এবং ছোট মেয়ে পনচাশী রেজাউল করিম কাবেরিয়া দাখিল মাদ্রাসার ৪র্থ শ্রেনীর ছাত্রী ঝুমা আক্তার (৮)।

পাশের গ্রামের পনচাশী দক্ষিন পাড়া গ্রামের রিপন শিকদারের মেয়ে কেন্দুয়া শাপলা কিন্ডার গার্টেন স্কুলের ২য় শ্রেনীর ছাত্রী রোদশী খাতুন (০৯),কালিকাপুর গ্রামের গোলাম মোস্তফার মেয়ে পনচাশী রেজাউল করিম কাবেরিয়া দাখিল মাদ্রাসার ৭ম শ্রেনীর ছাত্রী অন্তরা খাতুন (১৩) ও ধনবাড়ী উপজেলার পাইস্কা গ্রামের জবানুরের মেয়ে পনচাশী রেজাউল করিম কাবেরিয়া দাখিল মাদ্রাসার ৪র্থ শ্রেনীর ছাত্রী জান্নাতুল কেয়া (১০) নিহত হয়। জান্নাতুল কেয়া তার নানা জামালের বাড়ীতে থেকে পড়া-লেখা করছিল।এ দিকে নৌকা ডুবিতে নিহত শিক্ষার্থী রোদশী খাতুনের মা রোজিনা বেগম ও বড় বোন রিয়ামনি(১২) বেচে গেলেও রোদশী খাতুন (০৯) মারা যায়। বেচে যায় আরো লিমন(১০),রিমি(৮),তন্ময়(৯) মাঝি সোহেল রানা সহ ৬ জন।

এ ব্যাপারে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মহব্বত কবীর জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় বিনা ময়না তদন্ত ছাড়াই লাশ নিহতের পরিবারের নিকট দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ