- Advertisement -
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পাহাড়তলী থানা নগরীতে অভিযান চালিয়ে মোটর সাইকেল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে। এসময় চুরি হওয়া চারটি মোটর সাইকেলসহ চুরি সারঞ্জাম উদ্ধার করা হয়েছে।
শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, রফিকুল ইসলাম রিপন (৩৬), সাহাব উদ্দিন সাবু (৩৮), রাসেল (২৩) ও জাহাঙ্গীর আলম শিমুল (২৮)।
বিষয়টি নিশ্চিত করে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মঈনুর রহমান বলেন, গ্রেফতার চারজন মোটর সাইকেল চোর চক্রের সদস্য। তারা নগরীতে ঘুরে ঘুরে চুরি করে।তাদের বিরুদ্ধে আগেও মামলা ছিলো। আবারও নতুন মামলা দিয়ে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।