spot_imgspot_img
spot_imgspot_img

বিশেষ কোনো পরিকল্পনা নেই আজ

spot_img

 

- Advertisement -

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী ববিতার আজ জন্মদিন। একমাত্র ছেলে অনিক কানাডা থাকে বলে গত কয়েক বছর ধরে তিনি তার জন্মদিন কখনো ঢাকায় আবার কখনো কানাডাতেই উদ্‌যাপন করেন। তবে এবার এ দিনটিতে ববিতা ঢাকাতেই আছেন। কিন্তু তার ছোট বোন চম্পা, বড় বোন সুচন্দার মেয়ে এবং কিছু আত্মীয় স্বজন দেশের বাইরে থাকায় আজ জন্মদিন নিয়ে তার বিশেষ কোনো পরিকল্পনা নেই। নিজের জন্মদিন প্রসঙ্গে ববিতা বলেন, একজন মুসলমান হিসেবে বিশ্বাস করি একটি নির্দিষ্ট সময়ের জন্য আমরা এই পৃথিবীতে এসেছি। আমাদের যেমন জন্ম আছে, ঠিক তেমনি আছে মৃত্যু। একটি নির্ধারিত সময়েই মহান আল্লাহ আমাদের ভাগ্যে মৃত্যু রেখেছেন। তাই জন্মদিন আসা মানেই হলো আরো একধাপ মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। তার মানে বয়স ক্রমশ কমে যাচ্ছে। এই দিনটিকে ঘিরে অনেক বেশি আনন্দ ফুর্তি করার আসলে তেমন কিছু নেই। তবে আমি এটাও বলছি না যে, সেলিব্রেট করা যাবে না। করা যাবে, তবে তা যেন সীমাবদ্ধতার মধ্যেই হয়। ববিতার জন্মদিনের শুভ প্রহর শুরু হয় তার একমাত্র ছেলে অনিকের সঙ্গে কথা বলে। জন্মদিনের শুরুর প্রহরেই অনিক কানাডা থেকে তাকে জন্মদিনের শুভেচ্ছা পাঠানোর পাশাপাশি তার সঙ্গে কথা বলেন। এদিকে এখনো প্রায়ই নতুন নতুন সিনেমাতে কাজ করার প্রস্তাব পান ববিতা। এরইমধ্যে আরো দুটি সিনেমায় কাজ করার প্রস্তাব পেয়েছেন তিনি।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ