চলন্ত গাড়িতে চালক মোবাইলে কথা বললেই আটক

 

- Advertisement -

গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বললেই গাড়ি জব্দ করার পাশাপাশি চালকেও আটক করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, এমন নির্দেশ ট্রাফিক বিভাগকে দেওয়া হয়েছে।

রোববার দুপুরে রাজধানীর কাকরাইল মোড়ে পথচারীর করণীয় শীর্ষক সচেতনতামূলক কর্মসূচি ক্যাশ কার্ডের মাধ্যমে ট্রাফিক প্রসিকিউশনের জরিমানা আদায় ব্যবস্থার উদ্বোধনকালে ডিএমপি কমিশনার এসব কথা বলেন।

এখন থেকে জরিমানা আদায়ের জন্য চালক ও গাড়ির কাগজপত্র জব্দ করা হবে না বলে জানিয়ে আছাদুজ্জামান বলেন, এখন থেকে চালক তার জরিমানার টাকা অন স্পটেই যেকোনো ব্যাংকের ডেবিট, ক্রেডিট, ভিসা, ক্যাশ, বিকাশ, রকেট ও অন্যান্য কার্ড ব্যবহার করে পরিশোধ করতে পারবেন। যার ফলে চালক বা মালিক হয়রানি থেকে মুক্ত থাকবে।

সর্বশেষ