বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানকে আটক করেছে টঙ্গী থানা পুলিশ। রবিবার বিকালে গাজীপুর সিটি করপোরেশনের স্থগিত হওয়া নির্বাচনে প্রার্থী হাসান উদ্দিন সরকারের বাড়ি থেকে বেরুনোর সময় তাকে আটক করা হয়। আবদুল্লাহ আল নোমানের সহকারী হিরু এ তথ্য জানান।
হিরু বলেন, হাসান উদ্দিন সরকারের বাড়ি থেকে বের হওয়ার পর টঙ্গী থানার পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে টঙ্গী থানার ওসির নম্বরে ফোন করা হলে তিনি বিজি আছেন বলে লাইন কেটে দেন।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে বলেন, আবদুল্লাহ আল নোমান নির্বাচনি প্রচারণার কাজে টঙ্গিতে হাসান সরকারের বাড়িতে ছিলেন। সেখানে সংবাদ সম্মেলন করার পরই তাকে আটক করা হয়।
উল্লেখ্য, গাজীপুর সিটি করপোরেশনে আগামী ১৫ মে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এর ১০ দিন আগে আজ রবিবার একটি রিটকে আমলে নিয়ে নির্বাচন ৩ মাসের জন্য স্থগিত করে হাইকোর্টের একটি বেঞ্চ। এসময় বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকারের পক্ষে নির্বাচনি প্রচারণায় তার বাড়িতে ছিলেন বিএনপির এই নেতা। সেখান থেকে বের হওয়ার সময় গ্রেফতার হন নোমান।